নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত এবং ঢালিউড সুপার স্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার জনপ্রিয়তা সম্পর্কে এখন আর কারো জানতে বাকি নেই। ঈদে মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে দেশ-বিদেশের দর্শক যেন প্রশংসায় পঞ্চমুখ। অন্য দর্শকের মত সম্প্রতি ‘প্রিয়তমা’ সিনেমা দেখেছেন হিমেল আশরাফের আগামী সিনেমা রাজকুমারের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এরই মধ্যে শাকিব খানের সঙ্গে ‘রাজকুমার’এ কোর্টনি কফির অভিনয়ের কথা নিশ্চিত করেছেন নির্মাতা হিমেল আশরাফ।
হিমেল আশরাফ গত রবিবার তার ফেসবুকে কোর্টনি কফিকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে অভিনেত্রীর একটি ছবিপোস্ট করে লিখেছেন,
‘কাল হঠাৎ করেই ম্যাসেজ আসলো, আমি তোমাদের ফিল্মটা দেখেছি! ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সাথে সাথে টেক্সট দিয়ে ছবিটা দিল। আর লিখল ওর খুব ভাল লেগেছে,ডিটেইল বলল, বুঝলাম খুবি মনোযোগ দিয়ে দেখেছে আর খুবি অবাকও হলাম। যেই কারনে ওকে আমি রাজকুমারের জন্য সিলেক্ট করেছিলাম সেইটা আবার প্রমাণ পেলাম, সিনেমার জন্য ওর ডেডিকেশন ১০০%… ’
যুক্তরাষ্ট্রেই জন্ম ও বেড়ে ওঠা কোর্টনির। ‘দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটার’ থেকে অভিনয়ের ওপর লেখাপড়া শেষ করে ‘দ্য স্ট্রম’, ‘কারেন্টলি দ্য ডিবেটল’, ‘এভেঞ্জিং এঞ্জেলস’ নামে কয়েকটি শর্ট ফিল্মে এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন কোর্টনি। এছাড়াও, ‘মিডসামার নাইটস ড্রিমল’, ‘জুরি ডিউটি দ্য মিউজিক্যাল’ থিয়েটারেও কাজ করেছেন। অভিনয় করেছেন টেলিভিশনেও।