বরিশালের গৌরনদীতে বিনামূল্যে আট হাজার চার শ’ ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা দেওয়ার জন্য বিশাল কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে গৌরনদী হাইওয়ে থানার সংলগ্ন সুন্দরদী মহল্লায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, ডা. শেখ আরিফুর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ, প্রান্তিক খামারি ও প্রাণিসম্পদ কর্মীরা। অনুষ্ঠানে খামারিদের মধ্যে ছাগল ও ভেড়ার কৃমি নাশক ট্যাবলেট ও ভিটামিন বিতরণ করা হয়। বাবার বক্তব্যে ডা. পলাশ সরকার জানান, ‘পিপিআর’ ছাগল ও ভেড়ার জন্য এক মারাত্মক ভাইরাসজনিত সংক্রমণ রোগ, যার সংক্রমণে ছাগলের মৃত্যুহার শুরুর দিকে শতকরা ৫০ থেকে ৮০ ভাগে পৌঁছে যায়। দেশের প্রান্তিক জনগোষ্ঠী অনেক ক্ষেত্রেই এ রোগের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হন, কারণ তারা তাদের জীবিকা চালানোর জন্য ছাগল ও ভেড়া পালন করে থাকেন। প্রতিরোধে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদান জরুরি, যাতে এই রোগ থেকে শতভাগ মুক্ত থাকা যায়। বিশ্ব প্রাণিসম্পদ স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে এই রোগের নির্মূলের লক্ষ্য নিয়ে দেশের সব জেলা ও উপজেলায় এ কার্যক্রম চালু করেছে। আজকের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক খামারিদের মধ্যে ছাগল ও ভেড়া পিপিআর রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।