কক্সবাজারের টেকনাফে উপকূলীয় অঞ্চলের গভীর পাহাড়ে পাচারকারীদের বাধা হয়ে থাকা নারী ও শিশুসহ ২১ জনকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) গভীর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের বরাত দিয়ে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে তাদের দল সেখানে পৌঁছায়। তাদের অনুসারে, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কয়েকজনকে পাহাড়ের একটি ঘরে জিম্মি করে রাখা হয়েছিল। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালালে পাচারকারীরা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ঘরটি তল্লাশি করে নারীদের ও শিশুসহ মোট ২১ জনকে উদ্ধার করেন তারা। যারা উদ্ধার হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই রোহিঙ্গা নাগরিক। প্রথমিক চিকিৎসা সম্পন্ন করে আইনানুযায়ী প্রক্রিয়া শেষে তাদের স্বজনেদের কাছে হস্তান্তর করতে টেকনাফ থানায় পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।