কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাসকলাইয়ের কৃষি আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ এবং কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে ‘খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি’ এর আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার আফরোজা পারভীন রিফা এবং অন্য দপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় ২০০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সর, ও ৫ কেজি এমওপি (পটাশ) সার বিতরণ করা হয়। একই সময়ে কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি হিসেবে ধান কাটা যন্ত্র (রিপার), ‘রাবি ট্রান্সপ্ল্যান্টার’ এবং পাওয়ার এক্স মেশিনও বিতরণ করা হয়। কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সংহত করে উৎপাদন বাড়ানো এবং খরচ কমানো।