নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবি মোট ৪০ হাজার ইয়াবাসহ তিনজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে। এই অভিযান বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে কক্সবাজারের ৩৪ বিজিবি সদস্যরা চালিয়েছেন। বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা মন্ডলপাড়া এলাকায় টহল জোরদার করে। এ সময় মিয়ানমার দিক থেকে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে তিনজনকে ধাওয়া করে আটক করা হয়। তখন তাদের সাথে থাকা ব্যাগ তদন্ত করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হলেন, উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৯ এর মৃত হাফেজ আহমেদের ছেলে মো. হাসান (২৫), ব্লক সি-৮ এর আ. রহিমের ছেলে এনাম করিম (২৫), এবং ব্লক এ-৯ এর মো. হাসানের ছেলে মো. আয়াস (২১)। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তা নয়, পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।