যশোরে তিন কোটি আট লাখ ৩১ হাজার ৮২৮ টাকার সোনা সহ এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোরের নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত সোনার বারগুলোর বাজার মূল্য এই পরিমাণ। আটকের যুবক তাঁর নাম সঞ্জয় সরকার (৩৭), তিনি ঢাকার বোয়ালমারী উপজেলার ধূলজোড়া গ্রামের অখিল সরকার এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশি চালিয়ে কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৭টি সোনার বার পাওয়া যায়। এর মোট ওজন ১ কেজি ৯৩৪ গ্রাম। বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানায় যে, তিনি ভারতে সোনা পাচার করার উদ্দেশ্যে ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই সোনা সংগ্রহ করে তিনি যশোর হয়ে সাতক্ষীরায় যাওয়ার পরিকল্পনা করেন। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ জানিয়েছেন, আটক সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সোনাগুলো ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।