আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর আবারও অনুষ্ঠিত হবে ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৭ জন প্রার্থী, যেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের ছয়টি মূল প্যানেলে অংশগ্রহণ হচ্ছে। নির্বাচনী প্রচারণা গত ২৮ আগস্ট শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়, যাতে দলবদ্ধ ও স্বতন্ত্র প্রার্থীরা ব্যাপকভাবে আন্দোলন-প্রচারণা চালিয়েছেন। এবারের নির্বাচনে অংশ নেওয়া প্যানেলগুলোর মধ্যে রয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, ছাত্রদলের নিজস্ব প্যানেল, বামপন্থী তিনটি ও স্বতন্ত্র দুটি প্যানেল।
শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্রথম পূর্ণাঙ্গ প্যানেল হিসেবে ঘোষণা করে, যেখানে ভিপি পদে রয়েছেন জাবি শিবিরের আরিফুল্লাহ আদিব, সাধারণ সম্পাদক (জি.এস) পদে মনোনয়ন পেয়েছেন মাজহারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী এজিএস পদে নির্বাচিত হয়েছেন আল হাসান ও আয়েশা সিদ্দিকা। এই প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছে ছয়জন নারী শিক্ষার্থী, পাশাপাশি রয়েছে দ্বিপাক্ষিক দম্পতি ও আহত শিক্ষার্থীও।
অন্য দিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংঘের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলে ২৩ জনের পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হয়েছে। এই দলটির ভিপি পদে আছেন আরিফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন আবু তৌহিদ মো. সিয়াম। এছাড়া রয়েছে দুজন জোড়া যুগ্ম সাধারণ সম্পাদক।
ছাত্রদলের প্যানেলে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে একজন নারীসহ মোট ২৫ জন প্রার্থী রয়েছেন। ভিপি হিসেবে আছেন মো. শেখ সাদী হাসান, জিএস হিসেবে মনোনয়ন পেয়েছেন তানজিলা হোসাইন বৈশাখী।
বামেরপন্থী ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলটি ভিপি প্রার্থী ছাড়া নির্বাচন করছে। এই প্যানেলে রয়েছে ১১ জন নারীসহ বিভিন্ন প্রগতিশীল প্রার্থী। এর মধ্যে জিএস পদে পুরো বিভাগের শরন এহসান আছেন।
বামপন্থী শিক্ষার্থীদের আরেক অংশ গঠিত ‘সংশপ্তক পর্ষদ’ ভিপি ছাড়াই নির্বাচন করছে, যেখানে জাহিদুল ইসলাম ইমন সাধারণ সম্পাদক। এছাড়া, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অন্যান্য আংশিক প্যানেলের সদস্যরা যোগ দিচ্ছেন।
অপর প্যানেলগুলো হলো স্বতন্ত্র শিক্ষার্থীদের ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’, যেখানে ভিপি পদে লড়ছেন আব্দুর রশিদ জিতু, এবং ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’, যাদের নেতৃত্বে রয়েছেন মো. মাহফুজুল ইসলাম মেঘ।
প্রসঙ্গত, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৮৯৭ জন, যেখানে ছাত্রের সংখ্যা ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। শিক্ষার্থীরা নিজেদের হল নির্বাচিত কেন্দ্রে ভোট প্রদান করবেন, যেখানে ১১টি ছাত্র হলে ও ১০টি ছাত্রী হলে মোট ২১টি ভোটকেন্দ্রে ২২৪টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ হবে।