সিভিল এভিয়েশন একাডেমিতে ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতায় এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (DFT) সহায়তায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনায় অনুষ্ঠিত হলো আইসিএও ন্যাশনাল ইন্সপেক্টরস কোর্স। এই প্রশিক্ষণ কোর্সটি ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর শেষ হয়।
গতকাল মঙ্গলবার সিভিল এভিয়েশন একাডেমির সম্মেলন কক্ষে এই কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেবিচকের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) এয়ার কমডর আবু সাঈদ মেহ্বুব খান, যিনি প্রধান অতিথি হিসেবে সফলভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. জেমস গোল্ডম্যান। এছাড়া অনুষ্ঠানে বাকিরা ছিলেন বেবিচকের নিরাপত্তা বিভাগের সদস্য এয়ার কমডর মো. আসিফ ইকবাল এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।
এ সময় চেয়ারম্যান বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা তদারকিতে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ব্রিটিশ ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট এবং দূতাবাসের সহায়তার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
বক্তারা এ আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
উল্লেখ্য, এই প্রশিক্ষণে যুক্তরাজ্য থেকে আসা দুইজন AVSEC instructor সাত দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন। কোর্সে অংশগ্রহণকারী ২০ জন কর্মকর্তা সফলভাবে প্রশিক্ষণ শেষ করে সনদ পত্র লাভ করেন।