সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কারা কর্তৃপক্ষ। গত শুক্রবার (৩ অক্টোবর), গাইবান্ধা জেলার এক ফেসবুক পেজে দাবি করা হয়, গাইবান্ধা-২ আসনের সাবেক এই সংসদ সদস্য কারাগারে মৃত্যুবরণ করেছেন। এই খবর দ্রুতই এলাকায় বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করে।
তবে বাংলাদেশ কারা কর্তৃপক্ষ এ খবর উড়িয়ে দিয়ে জানায়, এধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। মাহাবুব আরা গিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে সুস্থ ও নিরাপদে আছেন। তিনি নিয়মিতভাবে গাইবান্ধা আদালতে তিনটি ফৌজদারি মামলার হাজিরা দিচ্ছেন।
কারা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই ভুল খবর কোনো সত্যতা রাখে না। দায়িত্বশীল নাগরিক ও গণমাধ্যমের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়, এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকুন।
বিষয়টি সম্পর্কে আরও তথ্য জানতে, কারা কর্তৃপক্ষের হটলাইন নম্বর ১৬১৯১ এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আজকের খবর/বিএস