সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে সোমবার (১৩ অক্টোবর) একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের মধ্যে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শিবির প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠার চেষ্টা করে। গত ১৫ বছর ধরে যারা দেশকে পরিচালনা করে আসছে, তারা কথায় কথায় দেশপ্রেমের কথা বলে, কিন্তু এই চেতনা তারা ব্যবসায় রূপান্তর করে সরকারি গোপনাচার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। তাঁরা সত্যিকার অর্থে প্রয়োজনীয় দেশপ্রেম দেখাতে পারেনি। তিনি আরও বলেন, ছাত্রশিবিরের লক্ষ্য হলো দেশপ্রেম ও নৈতিকতার সমন্বয় করা। তিনি বলেন, সম্প্রতি আন্দোলনের মূল ভিত্তি ছিল সমাজ থেকে জুলুম ও নির্যাতনের মূল উচ্ছেদ। সেই লক্ষ্যেই তারা কাজ করতে চান। কেন্দ্রীয় সভাপতি বলেন, নারীব্যাপারেও শিবিরের অবস্থান স্পষ্ট, এ বিষয়ে অপপ্রচার চালানো হয়। বাস্তবতা হলো, ইসলাম ধর্ম বলে, মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হলো ধর্মীয় অনুশাসন মেনে চলা। অন্য ধর্মের অনুসারীরাও এই কথার সাথে সামঞ্জস্য করে। কোন ধর্ম কাউকে অশ্লীলতা করতে বলে না। শিবিরের বিরুদ্ধে প্রসারিত অপপ্রচার এড়িয়ে সাধারণ সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনুষ্ঠানে উপাধ্যক্ষ মুনতাছির বিল্লাহ্, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আবদুল খালেক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক আল নোমান হোসেন নয়ন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমানসহ আরও অনেক বিশিষ্ট অতিথি বক্তব্য দেন। বক্তৃতা শেষ হলে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দশ শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেন্দ্রীয় শিবিরের সভাপতি। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খবর: আজকের খবর/বিএস