কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা এবং স্থানীয়রা বিপজ্জনক অপহরণ ও মানবপাচার চক্রের শিকার হচ্ছে। বহু রোহিঙ্গা পরিবার স্বপ্ন দেখছে মালয়েশিয়ায় গিয়ে স্বচ্ছল ও সুখী জীবনযাপন করার। এই স্বপ্নে বিভোর হয়ে তারা দালালদের ধরাছোঁয়া থেকে মুক্তি পাচ্ছে না। দালালরা ব্যবহার করছে নানা প্রলোভন ও ভুয়া আশ্বাসের মাধ্যমে, যাতে করে বহু নারিকের, শিশুর অবৈধ পথে মালয়েশিয়ায় যাওয়ার পথ সুগম হয়। তবে সাগরপথে এই মানবপাচার রোধে কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। সম্প্রতি শুক্রবার ভোরে টেকনাফের বাহারছড়া পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪৪ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় উদ্ধারকৃতরা জানান, মালয়েশিয়ায় স্বজনদের সঙ্গে দেখা হতে না পেরে দালালের খপ্পরে পড়েছিল তারা। কোস্টগার্ডের টেকনফ স্টেশন লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন, গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ভোরের দিকে অভিযান চালিয়ে ৪৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এরা মূলত মালয়েশিয়ায় স্বচ্ছল জীবনযাপনের স্বপ্ন দেখিয়ে মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়েছিল। তিনি আরও বলেন, এই চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি, যাতে তারা মাথাচাড়া দিতে না পারে। এই অবৈধ পথে সাগরপথে মানবপাচার শিকার হয়ে অনেক পরিবার নিঃস্ব ও হতবัพ হচ্ছে, পাশাপাশি সবাই আতঙ্কে আছে। সচেতন মহল সবসময় এই চক্রের কর্মকাণ্ড ঠেকাতে কঠোর নজরদারির আহবান জানিয়েছে।

















