কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সফলতায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ মাদকের মূল্য আনুমানিক তিন কোটি টাকা। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৮ এর উত্তর-পশ্চিম দিকে বাংলাদেশে বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালিপাড়া এলাকায় অবস্থান নেয়। তখন রাত ১০টার দিকে মিয়ানমার থেকে দুইজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে ঢোকার সময় তাদের চ্যালেঞ্জ করা হয়। তারা হাতে থাকা একটি পোটলা দ্রুত ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে ধানখেতের মধ্য দিয়ে তল্লাশি চালিয়ে বিওপি সদস্যরা একটি সাদা পলিব্যাগের ভেতর থেকে নীল রঙের ১০টি বায়ুরোধী প্যাকেট উদ্ধার করেন। এর মধ্যে থাকা সব প্যাকেটের মধ্যে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। যদিও রাতভর ঐ এলাকা জুড়ে বিজিবির তল্লাশি ও অভিযান চালানো সত্ত্বেও পাচারকারীরা এখনও অধরা। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।’

















